-
- সাহিত্য
- কবিতার শব্দ খুঁজি
কবিতার শব্দ খুঁজি
- নিউজ ডেস্ক
- প্রকাশের সময় February, 9, 2020, 9:58 am
।। বাঁধন মোস্তফা ।।
তোমাকেই ভেবে ভেবে কত রাত
কত কবিতা লিখতে গিয়ে
খুঁজে পাইনি মনের মত একটি উপমা।
মায়াবী চাঁদের আলোয়
খোলা আকাশের নিচে হেঁটে হেঁটে
ভেবেছি তুমি কি মেঘে ঢাকা চাঁদ?
বাতায়ন পাশে সদ্য ফোঁটা
রক্ত লাল গোলাপের পাপড়িতে,
জমে থাকা শিশিরের কণা দেখে ভাবি
তুমি কেন গোলাপ হলে না?
তাহলে তো আমি শিশিরের মত
তোমার অধরে ঝরে পড়তাম।
ভাবনার করিডরে এলোমেলো কথা
সেই চেনা মুখ হয়ে যায় অচেনা
বিরহ বাতাসে ভেসে যায় প্রেম
অচেনা শহরে হেঁটে চলি একা।
কবিতার শব্দ খুঁজি
কামাতুর চোখের কার্ণিশে
ধর্ষিত দেহের ভাঁজে ভাঁজে
চেতনার রঙে আঁকা ক্যানভাসে।
এভাবেই কবিতা হারিয়ে যায়
ভালোবাসা হয়ে যায় ধোঁকা
বিশ্বাস হারিয়ে যায় প্রেমিকার চোখে
কুমারী মা হয়
প্রেমিক বিশ্বাস ঘাতক বলে।
এই বিভাগের আরও খবর