,

একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

লক্ষ্মীপুর  প্রতিনিধি:  লক্ষ্মীপুরের রায়পুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন সিমু আক্তার নামে এক গৃহবধূ ।

শুক্রবার (৭ফেব্রুয়ারি) রাতে রায়পুর শহরের মাতৃছায়া হাসপাতালে সিজারের মাধ্যমে একসঙ্গে তাদের জন্ম হয়।

সিমু আক্তার ওই উপজেলার চরআবাবিল ইউপির ক্যাম্পের বড়চর গ্রামের দিনমজুর নাসির আহমেদের স্ত্রী।

মাতৃছায়া হাসপাতালের পরিচালক আব্দুর রহমান তুহিন চৌধুরী জানান, বৃহস্পতিবার সকালে প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন সিমু আক্তার। নরমাল ডেলিভারিতে মা ও সন্তানদের মৃত্যুঝুঁকি ছিল। হাসপাতালের চারজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সিজারের মাধ্যমে তিন সন্তানের জন্ম হয়। তিন সন্তানের মধ্যে দুটি ছেলে, একটি মেয়ে। বর্তমানে মা ও সন্তানরা সুস্থ ও ঝুঁকিমুক্ত রয়েছেন।

দিনমজুর নাসির ও তার স্ত্রী সিমু আক্তার বলেন, আমাদের আগের দুই সন্তান রয়েছে। এখন এক সঙ্গে তিন সন্তান হল। আমরা সবার কাছে দোয়া চাই।

এই বিভাগের আরও খবর