জেলা প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গায় আলী আহম্মেদ খান নামে এক বীরমুক্তিযোদ্ধার বসতবাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার টগরবন্দ ইউনিয়নের মালা গ্রামে এ ভাঙচুরের ঘটনা ঘটে।
এ ঘটনায় শনিবার দুপুরে ১৮ জনের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই বীরমুক্তিযোদ্ধার ছেলে।
অভিযোগে জানা গেছে, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বীরমুক্তিযোদ্ধা আলী আহম্মেদ খানের সাথে একই গ্রামের রাসেল গংদের বিরোধ চলছিল। এরই জের ধরে শুক্রবার সন্ধ্যায় রাসেল শেখের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে অভিযুক্তরা বীরমুক্তিযোদ্ধা আলী আহম্মেদ খানের বাড়িতে প্রবেশ করে। বীরমুক্তিযোদ্ধাকে বাড়িতে না পেয়ে তার একতলা ভবনের দরজা-জানালা ভাঙচুর করে। আগুন দিয়ে পুড়িয়ে দিতে ঘরের জানালা দিয়ে পেট্রল ঢেলে দেয় প্রতিপক্ষের লোকেরা। এ সময় বাড়ির লোকজন চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা।
এ বিষয়ে রাসেল শেখের সাথে কথা হলে তাদের বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করেন।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।’