,

আবুধাবিকে উড়িয়ে দিল বাংলা টাইগার্স

বিডিনিউজ ১০, ক্রীড়া ডেস্কটিম আবুধাবির বিপক্ষে আন্দ্রে ফ্লেচার আর রাইলি রুশোর অনবদ্য ব্যাটিংয়ে বিশাল লক্ষ্য ছুড়ে দেওয়ার পর কায়েস আহমেদের দুর্দান্ত বোলিংয়ে সুপার লিগের প্রথম ম্যাচেই ২৭ রানে বড় জয় তুলে নিয়েছে বাংলা টাইগার্স।

মঙ্গলবার (১৯ নভেম্বর) টি-১০ টুর্নামেন্ট দুবাইয়ের শেখ জায়েদ স্টেডিয়ামে টসে জিতে বাংলা টাইগার্স কে ব্যাটিংয়ে পাঠায় টিম আবুধাবির অধিনায়ক মঈন আলী। ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ তারকা আন্দ্রে ফ্লেচার (৪২) ও দুই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান রুশো (৪২) আর কলিং ইনগ্রাম (২৩) এর ঝড়ে ১২৯ রানের বিশাল পুঁজি পায় বাংলা টাইগার্স।

জবাবে ব্যাট করতে নেমে আভিষকা ফার্নান্দের (৫১) ঝড়ো ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পায় টিম আবুধাবি। প্রথম ৪ ওভারেই স্কোরবোর্ডে যোগ করে ৬০ রান। তবে পরবর্তীতে কায়েস আহমদের (৩ উইকেট) ঘূর্নিতে ম্যাচে ফিরে বাংলা টাইগার্স। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১০২ রান করতে সক্ষম হয় আবুধাবি।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলা টাইগার্স : ১২৯/৩ (১০ ওভার)
টিম আবুধাবি : ১০১/৬(১০ ওভার)

এই বিভাগের আরও খবর