,

আজ বাংলাদেশ নামবে আফগানিস্তানের বিপক্ষে

বিডিনিউজ ১০, ক্রীড়া ডেস্কপুরো ‘এ’ দলকে এক সাথে না পাওয়ায় আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশের এমন হতশ্রী পারফরম্যান্স। তাছাড়া আফগানিস্তান ‘এ’ দলটি দুর্দান্ত পারফরম্যান্স করছে।

এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক ইমরুল কায়েস।

সিরিজের শেষ ওয়ানডেতে সোমবার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বিকেএসপির তিন নম্বর মাঠে ম্যাচটি মাঠে গড়াবে সকাল সাড়ে ৯টায়।

বাংলাদেশের ক্রিকেটে যেন দুর্যোগের ঘনঘটা। জাতীয় দল কি ‘এ’ দল। সুখবর নেই কোথাও। আফগানিস্তানের বিপক্ষে চলমান ‘এ’ দলের সফর যে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কতটা দুর্বল টাইগারদের ঘরোয়া ক্রিকেট কাঠামো।

ঘরের মাঠে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রথম দুই ম্যাচে একেবারে ছন্ন ছাড়া টাইগার যুবারা। অনেকটা জাতীয় দলই খেলেছে আফগানদের বিপক্ষে। কিন্তু দিন শেষে সঙ্গী হয়েছে হতাশা। প্রত্যাশার প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন পরীক্ষিতরাও।

অবশ্য তৃতীয় ওয়ানডেতে ঘুরে দাড়িয়েছে বাংলাদেশ ‘এ’ দল। জয় পেলেও পরের ম্যাচেই ১৭৬ রানে অলআউট। যদিও বৃষ্টি বাধায় ফলাফল দেখেনি ম্যাচ। পুরো দল এক সাথে না পাওয়ায় কাঙ্খিত ফল পাচ্ছে না বলে মনে করেন দলের অধিনায়ক ইমরুল কায়েস।

এই বিভাগের আরও খবর