ক্রীড়া প্রতিবেদক: এমন শুরু করবেন, তা তাইজুল ইসলাম হয়তো কল্পনাও করেননি।
মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে তার ওয়ানডে অভিষেক হয়েছিল ২০১৪ সালে। ওয়ানডে অভিষেকের পাঁচ বছর পর তার মাথায় উঠল টি-টোয়েন্টি ক্যাপ। বল হাতে প্রথম বলেই পেলেন উইকেট।
তার ঝুলিয়ে দেওয়া বল স্লগ সুইপ করতে গিয়ে হাওয়ায় ভাসান ব্রেন্ডন টেলর। বল হাতের মুঠোয় জমাতে ভুল করেননি মাহমুদউল্লাহ।
অভিষেকে তাইজুল বরাবরই উজ্জ্বল। টেস্ট অভিষেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পেয়েছিলেন পাঁচ উইকেট। ওয়ানডে অভিষেকে মিরপুরে হ্যাটট্রিকসহ চার উইকেট নিয়েছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে একমাত্র বোলার হিসেবে এমন কীর্তি গড়েছিলেন তাইজুল।
বাঁহাতি স্পিনার ৬৪তম খেলোয়াড় হিসেবে আজ পেয়েছেন টি-টোয়েন্টি ক্যাপ। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত টি-টোয়েন্টি খেলে আসছেন তাইজুল। ৬৯ ম্যাচে তার পকেটে গেছে ৬৬ উইকেট। সেই অভিজ্ঞতা কাজে লাগল প্রথম স্পেলে।
প্রথম বলে টেলরকে ফেরানোর পর দ্বিতীয় ওভারেও ধারাবাহিক। প্রথম দুই ওভারে খরচ করেছেন মাত্র ৮ রান। তৃতীয় ওভারে মাসাকাদজা দুই চার ও এক ছক্কায় কাউন্টার অ্যাটাক করেন। তাতে তাইজুলের বোলিং স্পেল দাঁড়াল ৩-০-২৬-১।
বৃষ্টিতে ১৮ ওভারে নেমে আসা ম্যাচে তিনজন বোলার চার ওভার করে বোলিংয়ের সুযোগ পাবেন। তাইজুল নিজের কোটা পূরণ করতে পারেন কি না, সেটাই দেখার। শুরুর মতো শেষটা করতে পারবেন তো তাইজুল?