ক্রীড়া ডেস্ক: বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল চলাকালীন সময়ে বিয়ে করেছেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার বিশ্বনাথ ঘোষ। বঙ্গবন্ধু গোল্ড কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট ২০২০ এর খেলা চলছিল। দলের সাথে অনুশীলনে ব্যস্ত ছিলেন বিশ্বনাথও। হঠাৎই কোচের কাছ থেকে মাত্র ৩ ঘন্টার ছুটি নিয়ে বিয়ে করতে গেলেন তিনি।
খেলোয়াড়ি জীবনের বাইরেও প্রত্যেকটি খেলোয়াড়েরই থাকে ব্যক্তিগত জীবন। সে জীবনেরই অংশ হিসেবে কাজ বিয়ে করলেন বাংলাদেশ জাতীয় দলের রাইটব্যাক বিশ্বনাথ।
শৈশবের প্রেমিকা চৈতি ঘোষের সাথেই বিবাহব্ন্ধনে আবদ্ধ হলেন লাল-সবুজ দলের ডিফেন্ডার। মাত্র তিন ঘণ্টার ছুটি নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। এরপরই আবার দলের সাথে অনুশীলনে যোগ দেন বিশ্বনাথ।
উল্লেখ্য, এবারের আসরে বুরুন্ডির কাছে ৩-০ গোলে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেয় বাংলাদেশ। এ নিয়ে টানা তিন আসরে ফাইনালে উঠতে পারেনি লাল-সবুজরা। আর টানা দুই আসরে শিরোপা জিতে ইতিহাস গড়ে ফিলিস্তিন।