বিডিনিউজ ১০ খেলাধূলা: অকল্যান্ডের ইডেন পার্কে ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে। সিরিজে প্রত্যাবর্তনের ম্যাচে টস জিতে ফিল্ডিং নিল ভারত। এদিন মরণ বাঁচন লড়াই কোহলিদের। বাংলাদেশ সময় শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টায় শুরু হয়েছে ম্যাচটি। সরাসরি দেখা যাচ্ছে স্টার স্পোর্টস-১ এ।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্কোরবোর্ডে ৩৪৭ রান তুলেও দুর্বল ফিল্ডিং ও নির্বিষ বোলিংয়ের কারণে ভারত ম্যাচ হেরে বসে। আজ সেই ধাক্কা কাটিয়ে দ্বিতীয় ম্যাচ জিতে ভারতীয় দল সিরিজে প্রত্যাবর্তন করতে পারে কি না, সেটাই এখন দেখার।
এর আগে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজে ভারত প্রথম ম্যাচ হেরেও পরের দুই লড়াই জিতে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল।
২০১৪ সালে ঘরের মাটিতে ভারতকে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ হারিয়েছিল নিউজিল্যান্ড। ছবছর পর ফের তাদের সামনে সেই সুযোগ। শনিবারই আবার দেশের জার্সিতে ওয়ানডে অভিষেক হয়েছে ৬ ফুট ৮ ইঞ্চির কাইল জেমিসনের। নিউজিল্যান্ডের হয়ে প্রথমবার এই উচ্চতার কোনো ক্রিকেটার নামবেন ওয়ানডের বাইশ গজে।
শেষ খবর পর্যন্ত বিনা উইকেটে ৮ ওভারে কিউইদের সংগ্রহ ২৯ রান। উইকেটে আছেন মার্টিন গাপটিল (১৮) এবং হেনরি নিকোলস (১৩)।