কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাকচাপায় মানোয়ার শিকদার (৫০) নামে এক ভূসি মাল ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার ভাটিয়াপাড়া-মাইজকান্দি আঞ্চলিক সড়কের খায়েরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনোয়ার শিকদার একই এলাকার মৃত আব্দুর রাজ্জাক শিকদারের ছেলে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মানোয়ার শিকদার রাস্তা পারাপার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।