,

কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় কাপড় ব্যবসায়ী নিহত

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় মো. ইসরাফিল মোল্যা (৪০) নামের এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন।

আজ শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে ব্যাসপুর-জয়নগর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার খাড়াকান্দি গ্রামে।

কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খান জানান, কাপড় ব্যবসায়ী ইসরাফিল ব্যাটারী চালিত ভ্যানে করে ব্যাসপুর হতে জয়নগর বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাপড় ব্যবসায়ী মো. ইসরাফিল মোল্যা ঘটনাস্থলে নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এই বিভাগের আরও খবর