,

সিলেটে আবারো ভূমিকম্প

জেলা প্রতিনিধি, সিলেট: এক সপ্তাহের ব্যবধানে সিলেটে আবারো দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে।সোমবার (৭ জুন) সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে প্রথম এবং এক মিনিট পর আবার ভূমিকম্প অনুভূত হয়। আতঙ্কে বহুতল ভবন, মার্কেট, অফিস থেকে নেমে আসেন নগরীর মানুষ।

এর আগে ২৯ ও ৩০ মে সাতবার ভূমিকম্প অনুভূত হয় সিলেটে। ওই দিন একটি ভবন হেলেও পড়েছিলো। ফলে নগরীর ঝুঁকিপূর্ণ ৬টি মার্কেট ১০ দিনের জন্য বন্ধ রাখা হয়।

এছাড়া, ঝুঁকির তালিকায় থাকা অন্যান্য ভবন থেকে বাসিন্দাদের অন্য জায়গায় সরিয়ে নেয়া হয়। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় তাৎক্ষণিক কিছু পরিকল্পনা বাস্তবায়ন করলেও মাস্টারপ্ল্যান নিয়ে কাজ করছে নগর কর্তৃপক্ষ।

এদিকে, বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কায় কাজ করছে দুর্যোগ মোকাবিলায় গঠিত বিশেষ সেল। নগরভবনে স্থাপন করা হয়েছে কন্ট্রোল রুম, জরুরি সেবা নিশ্চিতে চালু হয়েছে হটলাইন।

এই বিভাগের আরও খবর