,

গোপালগঞ্জে ৫শ’ শিক্ষার্থী পেল ‘অসমাপ্ত আত্মজীবনী’

গোপালগঞ্জ প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষ্যে আমার বঙ্গবন্ধু শীর্ষক প্রোগ্রামের আওতায় গোপালগঞ্জ জেলার ৫ শ’ শিক্ষার্থীর মাঝে ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারগারের রোজ নামচা’ বই বিতরণ করা হয়েছে।

সোমবার গোপালগঞ্জ শেখ মণি অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ.কিউ.এম মাহবুব।

জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু ইউসুফ মো. রেজাউর রহমান, শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ খান মো. গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো. ইলিয়াসুর রহমান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ছানোয়ার হোসেনসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, ‘নতুন প্রজম্মকে বঙ্গবন্ধু সম্পর্কে জানান দিতে আমার বঙ্গবন্ধু শীর্ষক প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। এ বই পড়ে তারা বঙ্গবন্ধুকে জানতে পারবে। তারা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে বড় হবে এটি আমার প্রত্যাশা।

এই বিভাগের আরও খবর