নিহত শহর আলী সিকদার মাবুদের (৬৫) বাড়ি কাঠি গ্রামে।
আটকরা হলেন- ট্রাক চালক ট্রাক চালক ইমাম হোসেন মুন্সি ও তার সহকারী ওহিদুল সরদার।
এ ঘটনায় গোপালগঞ্জ থানা পুলিশ ট্রাক ও ট্রাক ড্রইভার সহ ২ জনকে আটক করেছে।
এসআই বলেন, মাবুদ কাঠি বাজরের একটি চায়ের দোকানের সামনে ভ্যানের উপর বসে ছিলেন। এ সময় কোটালীপাড়া থেকে যশোরগামী একটি ট্রাক ভ্যানেটিকে ধাক্কা দিলে মাবুদ ছিটকে পড়ে আহত হন।
তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ সদর ল হাসপতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয় বলে জানান তিনি।
এসআই বলেন, স্থানীয়রা ট্রাকসহ চালক ও তার সহকারীকে আটক করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকসহ যুবক ওহিদুল সরদার ও ট্রাক চালক ইমাম হোসেন মুন্সিকে আটক করে।