,

লোহাগড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৭০ লক্ষ টাকা জরিমানা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া বাজারে লকডাউন অমান্য করে দোকান খোলার অপরাধে চারজন দোকান মালিক কে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (২ মে) দুপুরে নড়াইলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলাউদ্দীন এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আলাউদ্দীন জানান, লকডাউনে সরকারী নির্দেশনা অমান্য করে দোকানঘর খোলা রাখার অপরাধে লোহাগড়া বাজারের চারটি ব্যাবসা প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো জানান করোনা ভাইরাস প্রতিরোধে সরকার জরুরী সেবার দোকান ছাড়া সব দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। অথচ সেই নির্দেশনা অমান্য করে বাজারের শতরূপা গার্মেন্টস, শান্তি বস্ত্রালয়, মা-মনি বস্ত্রালয় ও মা-কালি বস্ত্রালয় নামে এই চারটি ব্যবসায়ী প্রতিষ্ঠান খোলা রেখে মালামাল বিক্রি করছিল। এমন খবর পেয়ে এ অভিযান চালিয়ে তাদেরকে জরিমানা করা হয়।

এই বিভাগের আরও খবর