গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদীতে সড়ক দুর্ঘটনায় কেরামত মাতুব্বর (৬৫) নামে পিকআপ ভ্যানচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন পিকআপ ভ্যানে থাকা আরও তিন শ্রমিক।
মঙ্গলবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কেরামত মাদারীপুরের রাজৈর উপজেলার নয়াকান্দি গ্রামের বাসিন্দা।
আহতরা হলেন- মিলন (২০), হাসান (২৫) ও ইলিয়াছ (২২)। তবে বিস্তারিত পরিচয় জানা যায়নি।
মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবুল বাসার জানান, ফরিদপুর থেকে টেকেরহাটগামী একটি পিকআপ ভ্যান চরপ্রসন্নদীতে অপর একটি গাড়িকে ওভারটেক করা সময় ফরিদপুরমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চালক কেরামতের মৃত্যু হয় এবং আহত হন ওই তিন শ্রমিক।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় আহতরা রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।