কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে ইঁদুর মারা ফাঁদে পড়ে বিদ্যুৎস্পর্শে জাহাঙ্গীর শেখ (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
নিহত জাহাঙ্গীর গোপালগঞ্জ সদর উপজেলার পারকুশলী গ্রামের মৃত শামসুল শেখের ছেলে।
স্থানীয়রা জানান, জাহাঙ্গীর ইঁদুরের হাত থেকে নিজের বোরো ধানের বীজতলা রক্ষার জন্য ক্ষেতের চারপাশে জিআই তারের মাধ্যমে বিদ্যুৎ ফাঁদ পেতে রাখেন। রাতে বীজতলায় পানি দিতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার আমিনুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।