,

গাজীপুরে ইয়াবাসহ দুই নারী গ্রেফতার

গাজীপুরে ইয়াবাসহ দুই নারী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে ৩ হাজার ৭০০পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারীকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। রোববার সকালে তাদের সঙ্গে থাকা দুই শিশুসন্তানসহ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো কক্সবাজরের টেকনাফের বাসিন্দা মং চেচিং চাকমার মেয়ে কাজল চাকমা (৩০) ও রং চিং চাকমার মেয়ে নিশিনু চাকমা (৩৫)।

গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (ডিবি) মো. রুহুল আমীন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় গাজীপুর মহানগরের দক্ষিণ সালনা এলাকায় অভিযান চালিয়ে কাজল ও নিশিনুকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে কোমড়ে পলি ব্যাগে থাকা ৩৭০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের সঙ্গে দুইজন শিশু রয়েছে। পরে রোববার তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, টেকনাফ থেকে গাজীপুরের বিভিন্ন স্পটে বিক্রির জন্য ইয়াবা ট্যাবলেটগুলো নিয়ে এসেছিল। মানুষ যাতে তাদের সন্দেহ করতে না পারে তার জন্য তারা শিশুদের সঙ্গে রাখে।

এই বিভাগের আরও খবর