গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালিপাড়ায় কাজ করার সময় নির্মাণাধীন ব্রিজের ওপর থেকে নদীতে পড়ে সম্রাট মোল্লা (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার রামশীল গ্রামের শৈলদাহ নদী থেকে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সম্রাট মোল্লা পিরোজপুরের নাজিরপুর উপজেলার চর মাটিভাঙ্গা গ্রামের ইসাহাক মোল্লার ছেলে।
কোটালীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, শুক্রবার বিকেলে কোটালীপাড়া উপজেলার রামশীল গ্রামের কালেজের পাশের একটি নদীর ওপর ব্রিজ নির্মাণের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় অসাবধানতাবশত নদীতে পড়ে যান সম্রাট। অনেক খোঁজ করেও তাকে পাওয়া যাচ্ছিল না। পরে সন্ধ্যায় পানিতে ভেসে উঠলে অন্য সহকর্মীরা তার মরদেহ উদ্ধার করে।