এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকউজ্জামান, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম সেলিম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ডা. কে এম বাবর , এ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, ফজলুল কবির দারা।
উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্যার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক সাগর মজুমদার, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাহিত্য ও প্রকাশনা সহ সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, কাশিয়ানী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুন্সী আজিজুল হক নান্নু, সহ-সভাপতি শফিকুল ইসলাম, হাসানুজ্জামান মিল্টন, রাহেলা বেগম, সিনিয়র যুগ্ম সম্পাদক গোলাম রাব্বানী, যুগ্ম সম্পাদক হিরো মৃধা, সাংগঠনিক সম্পাদক জায়েদার মুন্সী, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক শিমুল, সদস্য সচিব আরিফুল ইসলাম পাভেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফুরকান শরীফ টিটু, সদস্য সচিব মিলন খান, উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক সুজাউদ্দিন সিকদার অপুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামি আন্দোলনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শেখ সেলিম।
আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপার্সন দেশরত্ন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।