জেলা প্রতিনিধি, বরগুনা: তালতলীতে তিন মাসের এক শিশু সন্তানের স্বীকৃতির দাবিতে অনশনে বসেছেন এক গৃহবধূ। তাঁতিপাড়া গ্রামের বাশার সিকদারের ছেলে মো. সজীবের বাড়িতে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
জানা গেছে, ১৫ মাস আগে সজীবের সঙ্গে মেনিপড়া গ্রামের নাদিয়ার বিয়ে হয়। এরপর সজীবের সঙ্গে মনোমালিন্য হলে অন্তঃসত্ত্বা অবস্থায় নাদিয়া তার বাবার বাড়িতে চলে যান। পরে সজীব কোনো খোঁজখবর না নেওয়ায় নাদিয়া বাদী হয়ে তার বিরুদ্ধে বরগুনা নারী ও শিশু নির্যাতন আদালতে মামলা করেন।
আদালতের নির্দেশনা মোতাবেক সজিব মুচলেকা দিলে স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরেন। কিন্তু পথিমধ্যে সজীব স্ত্রী নাদিয়া মারধর করে পালিয়ে যায়। এরই মধ্যে তিন মাস আগে নাদিয়ার কোলে মেয়ে সন্তান জন্ম নেয়। খবর পেয়ে স্বামী সজিব কোর্টের মাধ্যমে স্ত্রীকে তালাক দেন।
কিন্তু তালাক প্রত্যাখ্যান করে দেয় নাদিয়া। তালাকের পরপরই সজীব তার নবজাতক সন্তানকে অস্বীকার করছেন। নিরুপায় হয়ে ওই শিশু কন্যাকে নিয়ে নাদিয়া স্বামী সজীবের বাড়িতে অনশনে বসেছেন। সজীব সিকদার বলেন, নাদিয়া আদালতের আদেশ অমান্য করেছে। এখানে আমার কিছুই করার নেই।