,

৪০০ কেজি সরকারি চালসহ এক নারী আটক

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পারকুলা গ্রাম থেকে ৪০টি ভিজিডি কার্ডের ৪০০ কেজি চাল উদ্ধার করা হয়েছে।

রবিবার ভোর রাতে গ্রামবাসী ওই চাল উদ্ধার করে। এ সময় আনোয়ারা খাতুন নামের এক নারীকে আটক করে পুলিশে দেয় জনতা। ৪০টি কার্ড চেয়ারম্যান আশাদুল হক মিকা ওই গ্রামের তুফান আলীর মাধ্যমে তার কাছে পাঠিয়েছেন বলে দাবি আনোয়ারা খাতুনের।

জানা যায়, রবিবার ভোর রাতে স্থানীয় বাসিন্দারা পারকুলা গ্রামের জহুরুল ইসলামের বাড়িতে ভিজিডির চাল চুরি করে রাখা হয়েছে বলে দাবি করেন। এক পর্যায়ে গ্রামবাসী ওই বাড়ির ভেতরে প্রবেশ করে ঘর থেকে ৪০০ কেজি চাল উদ্ধার করে। একই সময় তারা ওই ভিজিডির চাল চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে জহুরুল ইসলামের স্ত্রী আনোয়ারা খাতুনকে পুলিশের হাতে তুলে দেন।

আনোয়ারা খাতুন জানান, ‘গত ১৫ এপ্রিল ইউনিয়ন পরিষদে ভিজিডির চাল বিতরণ চলছিল। সে সময় গ্রামের তুফান আলী নামের এক ব্যক্তি আনোয়ারার হাতে ৪০টি কার্ড দিয়ে বলেন, চেয়ারম্যান পাঠিয়েছেন। এই কার্ডগুলির চাল তুলে রাখো। পরে নিয়ে যাবো। তার কথামত চাল বিভিন্ন শিশুদের দিয়ে তুলে রেখে দিয়েছি।’

দায়িত্বে থাকা ট্যাগ অফিসার উপসহকারী উদ্ভিদ সংরক্ষাণ কর্মকর্তা আব্দুল ওয়াহেদ বলেন, ‘আমরা তো নিয়মমাফিক চাল প্রদান নিশ্চিত করেছি।’

কালিদাসপুর ইউপি চেয়ারম্যান আশাদুল হক মিকা বলেন, ‘ধরা পড়া চাল তার ইউনিয়নের না। ওই চালের সঙ্গে তার কোনো সম্পৃক্তা নেই। কোনো কার্ডধারী বলতে পারবেন না যে তাকে চাল দেওয়া হয়নি। প্রত্যেকে চাল পেয়েছেন।’

এই বিভাগের আরও খবর