,

৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নির্বিঘ্নে অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকদেশের আটটি বিভাগীয় শহরে নির্বিঘ্নে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ মে) সকাল ১০টা থেকে শুরু হয়ে ১২টা পর্যন্ত এই পরীক্ষা চলে।

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

৪০তম বিসিএসে পরীক্ষার জন্য আবেদন করেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। পিএসসির ইতিহাসে এটা একটা রেকর্ড। কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় পিএসসির অধীনে এত সংক্ষক আবেদন আগে কখনও জমা পড়েনি।

এবারের পরীক্ষার মাধ্যমে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। ক্যাডার অনুসারে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জনকে নিয়োগ দেয়ার কথা রয়েছে।

এই বিভাগের আরও খবর