জেলা প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও গোয়ালন্দ উপজেলা কেন্দ্রে দুই ঘণ্টায় মাত্র ১২টি ভোট পড়েছে।
সোমবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টা পর্যন্ত উপজেলা পরিষদ কেন্দ্রে একটি ভোটও পড়েনি। পরে বেলা ১১টার দিকে ১২টি ভোট পড়ে। কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকায় প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং এজেন্টরা অলস সময় পার করছেন।
ভোট কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা আব্দুল্লা আল মামুন বলেন, ‘ভোটগ্রহণ শুরুর প্রায় দুই ঘণ্টা পর ৬৮ ভোটের মধ্যে মাত্র ১২টি ভোট পড়েছে। এবার জেলা পরিষদ নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ চলছে।’
ভোটকেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। কেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।
গোয়ালন্দ উপজেলা নির্বাচন কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা সকাল থেকেই নির্বাচন পরিবেশ শান্তিপূর্ণ রেখেছি। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও দেড় ঘণ্টায় কোনও ভোট পড়েনি। ভোটগ্রহণ শেষ হবে দুপুর ২টায়।’
এবার রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত এ কে এম শফিকুল মোরশেদ আরুজ (তালগাছ), বিদ্রোহী প্রার্থী দীপক কুণ্ডু (মোটরসাইকেল) ও স্বতন্ত্র প্রার্থী ইমামুজ্জামান চৌধুরী (আনারস) প্রতীক নিয়ে নির্বাচন করছেন। জেলার পাঁচ উপজেলায় ১৮ জন সদস্য ও সাতজন সংরক্ষিত মহিলা সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ৫৯৮ জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।