,

হুমকি আতঙ্কে নুসরাতের পরিবার

নুসরাতের বাবা, মা ও ভাই (ছবি : ফাইল ফটো)

নিজস্ব প্রতিবেদক: ফেনীর সোনাগাজী উপজেলায় আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলার রায়ে ১৬ জন আসামির বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আদালতের এমন রায় শুনানির পর থেকেই নুসরাতের পরিবারের নিরাপত্তার বিষয়টি আলোচনায় এসেছে। যদিও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে সরকার।

তবে আদালতের এমন রায়ে সন্তুষ্ট নুসরাতের পরিবার। কিন্তু এ রায় দ্রুত কার্যকরের সঙ্গে সঙ্গে জানমালের নিরাপত্তাও চেয়েছেন তারা।

এ দিকে আইনমন্ত্রী আনিসুল হক নুসরাতের পরিবারের নিরাপত্তা নিয়ে জানান, নুসরাতের পরিবারকে কোনো কুচক্রী মহল হুমকি দিলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। যতদিন প্রয়োজন হবে ততদিন নুসরাতের পরিবারকে নিরাপত্তা দেয়া হবে।

শুক্রবার (২৫ অক্টোবর) ঢাকার গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নুসরাতের বাবা বলেন, রায়ে আমরা সন্তুষ্ট। কিন্তু রায়ের পর আসামিপক্ষের চলমান হুমকি-ধমকিতে আমরা আতঙ্কিত।

নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান জানান, প্রভাবশালী আসামি পক্ষের কয়েকজন বিভিন্নভাবে আমার পরিবারকে হুমকি দিচ্ছে। আমরা প্রশাসনের কাছে পরিবার ও জানমালের নিরাপত্তা চাই।

এ ঘটনায় সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) মুহাম্মদ খালেদ হোসেন জানান, নুসরাতের বাড়িতে পূর্বের তুলনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তার ব্যাপারে তারা চিন্তামুক্ত থাকতে পারে।

এই বিভাগের আরও খবর