,

সড়কে প্রাণ গেল খবরের ফেরিওয়ালার

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের আকবর শাহ থানা এলাকায় বাসের ধাক্কায় সংবাদপত্রের হকারের মৃত্যু হয়েছে।

কর্নেলহাট ফুটওভার ব্রিজ এলাকায় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ৪৫ বছর বয়সী জাকির হোসেন নোয়াখালী জেলার মাইজদী থানা এলাকার বাসিন্দা। নগরীর ইস্পাহানি এলাকার জনতা কলোনিতে পরিবার নিয়ে বসবাস করতেন তিনি।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উদ্দিন আকবর নিউজবাংলাকে বলেন, ‘সকালে তিনি সাইকেল নিয়ে সংবাদপত্র বিলি করতে বের হয়েছিলেন। কর্নেলহাটের ফুটওভার ব্রিজ এলাকায় শহরমুখী দ্রুতগতির বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

তিনি জানান, তার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আর ওই বাসসহ চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে তিনি জানান।

এই বিভাগের আরও খবর