ফেনী প্রতিনিধি: ফেনীর সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিচতলার মেঝেতে অজ্ঞাত পরিচয়ের এক নবজাতক কন্যা শিশু পাওয়া গেছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে কে বা কারা নবজাতক কন্যা শিশুটিকে ওই স্থানে ফেলে রেখে চলে গেছে। উদ্ধারের পর শিশুটি স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তার হেফাজতে রয়েছে।
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।