,

স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের বাড়ি থেকে ২০০ টেঁটা উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ আল কায়সারের সমর্থক সোনারগাঁ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনের বাড়ি থেকে দুই শতাধিক দেশীয় অস্ত্র টেঁটা উদ্ধার করা হয়েছে।

বুধবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) বিএম রুহুল আমিন রিমনের নেতৃত্বে সোনারগাঁ থানা পুলিশ অভিযান চালিয়ে টেঁঁটাগুলো উদ্ধার করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) বিএম রুহুল আমিন রিমন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের দলরদী গ্রামের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার বাড়ি থেকে দুই শতাধিক টেঁটা উদ্ধার করা হয়।

এ ঘটনার সঙ্গে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে এ বিষয়ে সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সোনারগাঁ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন বলেন, এ ঘটনা সত্য নয়। বিষয়টি প্রশাসনের সাজানো নাটক। স্বতন্ত্র প্রার্থীর সমর্থক হিসেবে আমাকে ঘায়েল করতে এ ঘটনা ঘটানো হয়েছে।

 

এই বিভাগের আরও খবর