নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে রোববার (১৯ এপ্রিল) রাতে ২ সন্তানের জননী রুনা বেগমের (২৮) ঝুলন্ত মরদেহ তার বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাসকন্দর শাহাপাড়া গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, রুনা বেগম ২ সন্তানের মা। তার স্বামী মশিউর রহমান একটি এনজিওতে চাকরি করেন। মশিউর রহমান পরিবার নিয়ে গ্রামের বাড়িতেই থাকত। পারিবারিক কোন্দলের জের ধরেই হয়তোবা রুনা বেগম ঘরের মধ্যেই ওড়না দিয়ে গলায় ফাঁস লাগায়। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হাসনাত খান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ থানায় নিয়ে আসি।