জেলা প্রতিনিধি, বাগেরহাট: বিশ্ব ঐতিহ্য একক বৃহত্তম ম্যানগ্রোভ বন পূর্ব সুন্দরবনে শুশুক প্রজাতির একটি মৃত ডলফিন উদ্ধার করেছে বন বিভাগ। ডলফিনটির দৈর্ঘ্য চার ফুট এবং প্রস্ত দুই ফুট ১০ ইঞ্চি।
দুপুরে শরণখোলা রেঞ্জের ভোলা নদীর চর থেকে ডলফিনটি উদ্ধার করা হয়।
বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, সুন্দরবনে নদীতে ভেসে এলো মৃত ডলফিনদুপুর ২টার দিকে ফেরদৌস মোল্লা নামে এক ট্রলারচালক ভোলা নদীর চরে ডলফিনটি মৃত অবস্থায় ভাসতে দেখে বন বিভাগকে খবর দেন। পরে বনরক্ষী ও শরণখোলা ডলফিন সংরক্ষণ দলের সদস্যরা শুশুক প্রজাতির ওই ডলফিনটি উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে যান।
তিনি আরো জানান, বিকেলে নমুনা সংগ্রহ করে ডলফিনটি রেঞ্জ অফিস সংলগ্ন বনে মাটিচাপা দেয়া হয়েছে। ডলফিনটির গায়ে কোনো ক্ষতচিহ্ন ছিল না। সংগ্রহকৃত নমুনা পরীক্ষার পর মৃত্যুর কারণ জানা যাবে।