,

সুনামগঞ্জে শিলাবৃষ্টি, ফসলের ক্ষতির আশঙ্কা

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলাসহ বিভিন্ন স্থানে ঝড়সহ শিলাবৃষ্টি হয়েছে। এতে হাওরের বোরো ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা করছে কৃষকরা।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাত ৮টার দিকে সুনামগঞ্জে বিভিন্ন উপজেলায় ঝোড়ো বৃষ্টি শুরু হয়।

শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও গ্রামের কৃষক সুয়েব আহমদ জানিয়েছেন, রাত ৮টা থেকে ঝড়-বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে শিলাও পড়ে। হাওরে পাকা ও আধাপাকা ধান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ, শিলাবৃষ্টিতে ধান ঝরে যায়। এখনও হাওরে অনেক ধান কাঁচা রয়েছে। এই অবস্থায় কৃষকের অনেক ক্ষতি হয়ে গেল।

উল্লেখ্য, দুই সপ্তাহ আগে শিলাবৃষ্টিতে শান্তিগঞ্জ উপজেলার বোরো ফসল আক্রান্ত হয়েছিল। এ সময় কৃষি বিভাগের পক্ষ থেকে আক্রান্ত জমির পরিমান ১৯৫ হেক্টর দাবি করা হলেও নতুনভাবে শিলাবৃষ্টি আক্রান্ত হওয়ার ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যাবে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।

এই বিভাগের আরও খবর