,

সিদ্ধিরগঞ্জে আ. লীগে সংঘর্ষের ঘটনায় থানায় মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে আধিপত্য বিস্তার ঘিরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ সাইদুর নামের একজনকে গ্রেপ্তার করেছে।

সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়ার পুকুরপাড় এলাকার ওই ঘটনায় গতকাল বুধবার সকালে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়ার ভাই আবু বকর ছিদ্দিক আবুল বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছেন। মামলায় নাজিম উদ্দিন নাজসহ চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২০-৩০ জনকে আসামি করা হয়। পুলিশ গতকাল সকালে সাইদুরকে গ্রেপ্তার করে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আজিজুল হক জানান, গ্রেপ্তারকৃত সাইদুরকে আজ (বুধবার) দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে আওয়ামী লীগে যোগদানকারী সাত খুন মামলার আসামি নূর হোসেনের সহযোগী নাজিম উদ্দিন নাজু গ্রুপের সঙ্গে যুবলীগ নেতা রাসেল গ্রুপের সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়। এ সময় তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর