,

‘সাধারণ সম্পাদক’ পদপ্রার্থী লাভলু মৃধার গণসংযোগ

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ:  গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে সামনে রেখে গণসংযোগ শুরু করেছেন আ’লীগ নেতা শরাফত হোসেন লাভলু মৃধা।

বর্তমান তিনি কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ১০ টায় কাশিয়ানী ক্লাবের সামনে থেকে এ গণসংযোগের আনুষ্ঠানিকতা শুরু করেন।

এরপর তিনি কাশিয়ানী সদরসহ ভাটিয়াপাড়া, পিংগলিয়া পোনা, খায়েরহাটসহ বিভিন্ন গ্রামে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সমর্থন ও দোয়া চান।

শরাফত হোসেন লাভলু এ সময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মরহুম একেএম আমজাদ হোসাইন, সাবেক সভাপতি মরহুম নিজামুল হক পটু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মরহুম নিজাম মোল্যা, বীরমুক্তিযোদ্ধা মরহুম মহাসিন মোল্যা, সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মরহুম মোশারেফ হোসেন ও খায়েরহাটের হযরত গোলাম হায়দারের মাজার জিয়ারত করেন।

এ সময় বক্তব্য রাখেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ আলী খোকন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন আনু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তুহিন খান, ভিপি মোরশেদুল আলম, ইউপি সদস্য মো. জাফর শিকদার, শিপন ফকির প্রমুখ।

-লিয়াকত হোসেন লিংকন

এই বিভাগের আরও খবর