কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে সাধারণ সম্পাদক পদপ্রার্থী শরাফত হোসেন লাভলু মৃধার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার খায়েরহাট ১ ও ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে বেলতলা বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কাশিয়ানী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ আলী খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আবুল বাশার মোল্যা, যুবলীগ নেতা কাজী নুরুল আমিন তুহিন, বীরমুক্তিযোদ্ধা শাহ শওকত হোসেন, ইবাদত হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মুন্সী আলমগীর হোসেন, ইউপি সদস্য জাফর শিকদার, গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক এলাকা পরিচালক শেখ লিয়াকত হোসেন, শেখ মো. টিটুল, হানিফ মোল্যা, হাবিবুর রহমান মিলন জসিম উদ্দিন জনি, কেএম মোরশেদ আলম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইফাজুল ইসলাম ও শেখ সমীর।