,

সাতক্ষীরায় তিন ইউনিয়নে শান্তিপূর্ণ ভোট গ্রহণ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) কালিগঞ্জের মৌতলা ও কুশলিয়া ইউনিয়নে পদত্যাগজনিত কারণে ও আশাশুনির কুল্যা ইউনিয়নে মৃত্যুজনিত কারণে এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

জেলা নির্বাচন অফিসার নাজমুল কবির জানান,কালিগঞ্জের মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদ মেহেদি ও কুশলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদি হাসান সুমন উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করায় পদত্যাগ করেন। আর আশাশুনির কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ায় উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

মৌতলা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে মাহবুবুর রহমান সুমন নৌকা প্রতীকে ও শেখ মফিদুল ইসলাম বাটুল আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কুশলিয়া ইউনিয়নে মোজাহার হোসেন কান্টু নৌকা ও শেখ ইবাদুল ইসলাম ঘোড়া প্রতীকে নির্বাচন করছেন। অপরদিকে কুল্যা ইউনিয়নে বাসেদ হারুণ চৌধুরী নৌকা প্রতীকে ও নিহত চেয়ারম্যান রফিকুল ইসলামের স্ত্রী জায়েদা ইসলাম পুতুল চশমা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই বিভাগের আরও খবর