,

সাংবাদিক সৈয়দ সাগরের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক সৈয়দ সাগরের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: আজ বুধবার সাংবাদিক সৈয়দ সাগরের চতুর্থ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে মরহুমের নিজ বাড়ী কাশিয়ানী সদরের গুলশানপাড়ায় কুরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়েছে। সাগর ২০১৫ সালে ১৫ মে জলবসন্ত রোগে আক্রান্ত হয়ে খুলনার সোনাডাঙ্গা ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি দীর্ঘদিন ধরে দৈনিক খবর পত্রিকায় কাশিয়ানী উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। কাশিয়ানী উপজেলায় একজন তরুণ সাহসী সাংবাদিক হিসেবে সাগরের বেশ পরিচিতি ছিল। তাঁর দূরদর্শী লেখনীতে ফুটে উঠেছিল সমাজের নির্যাতিত ও নিপীড়িত মানুষের কথা। সাগর সত্যপ্রকাশে ছিলেন অকুতোভয়। সত্যপ্রকাশ করায় সাগরকে একাধিক হামলা ও মামলার শিকার হতে হয়েছে।

স্বল্প শিক্ষিত এই মানুষটি সংসারের চাহিদা পূরণ করতে গিয়ে সাইকেল চালিয়ে বিভিন্ন সময় সিগারেট কোম্পানীর বিক্রয়কর্মী হিসেবে কাজ করতে হয়েছে। আবার অনেক সময় কুরিয়ার সার্ভিসের পিয়ন হিসেবেও কাজ করেছেন তিনি। কিন্তু তবুও থেমে থাকেনি তাঁর সাংবাদিকতা।

এই বিভাগের আরও খবর