-
- ঢাকা, দেশজুড়ে
- সাংবাদিক ’নাদিম হত্যা’ প্রতিবাদে কোটালীপাড়ায় মানববন্ধন
সাংবাদিক ’নাদিম হত্যা’ প্রতিবাদে কোটালীপাড়ায় মানববন্ধন
- নিউজ ডেস্ক
- প্রকাশের সময় June, 17, 2023, 6:21 pm
জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি ও ৭১ টেলিভিশনের বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ শনিবার কোটালীপাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপী কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে এ কর্মসূচি পালন করেন।
এ সময় সাংবাদিক মিজানুর রহমান বুলু, এইচ এম মেহেদী হাসানাত, রতন সেন কংকন, গৌরাঙ্গ লাল দাস, প্রমথ রঞ্জন সরকার, এফ এম মাহবুব সুলতান বক্তব্য রাখেন।
বক্তারা সাগর রুনীসহ ১৯৭১ সাল থেকে এ পর্যন্ত যত সাংবাদিককে হত্যা করা হয়েছে সকল হত্যার বিচার দাবি করেন।
এই বিভাগের আরও খবর