,

সাংবাদিক খোকনকে নিজের গ্রামে সমাহিত

সাংবাদিক হ‌ুমায়ূন কবীর খোকন (ছবি : সংগৃহীত)

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে মারা যাওয়া সিনিয়র সাংবাদিক হ‌ুমায়ূন কবীর খোকনের দাফন সম্পন্ন হয়েছে। করোনায় মারা যাওয়া দেশে প্রথম সাংবাদিক তিনি।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টার দিকে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার রাজা চাপিতলা গ্রামের ঈদগাসংলগ্ন পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১০টার দিকে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাংবাদিক খোকন। তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুর পর তাঁর নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে।

খোকনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং বিভিন্ন সংগঠন ও ব্যক্তি। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ বহু শুভাকাঙ্খী রেখে গেছেন।

এই বিভাগের আরও খবর