সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর সরিষা ক্ষেত থেকে ইয়াকুব আলী (২০) নামে এক তাঁত শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরের পর এনায়েতপুর থানাধীন ইসলামপুর আটারদাগ গ্রামের একটি সরিষার ক্ষেত থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহত ইয়াকুব একই থানার রূপনাই গাছপাড়া এলাকার ইয়াছিন আলীর ছেলে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মাসুদ পারভেজ জানান, গত রবিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় খুকনী কান্দাপাড়া এলাকার একটি তাঁত কারখানায় কাজ শেষে বাড়ির উদ্দেশে বের হন ইয়াকুব। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এক পর্যায়ে মঙ্গলবার দুপুরে আটারদাগ গ্রামের একটি সরিষা ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরবর্তীকালে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
আরও পড়ুন : পটিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৭ বসতঘর
তিনি বলেন, নিহতের গলায় দাগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যার পর সরিষা ক্ষেতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।