,

সম্পর্ক পুনরুজ্জীবিত করতে উজবেকিস্তান যাচ্ছেন পুতিন

উজবিকেস্তানের সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবিত করার জন্য দেশটি সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজই তার উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে পৌঁছানোর কথা রয়েছে এবং দুই দিন তিনি সেখানে থাকবেন।

উজবেকিস্তানের নতুন প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োইয়েভের আমন্ত্রণে পুতিন দুদিনের এ সফরে যাচ্ছেন। সফরে দু দেশের সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা করছে মস্কো। দু দেশের মধ্যে নানা ক্ষেত্রে যৌথ কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়নের উপায় এবং পারস্পরিক সম্পর্ক জোরদার করা নিয়ে দু নেতা মতবিনিময় করবেন।

এছাড়া, আন্তর্জাতিক নানা ইস্যু এবং আঞ্চলিক ও আফগানিস্তানে স্থিতিশীলতা জোরদার করার বিষয় নিয়েও তারা আলোচনা করবেন। পুতিনের সফরের সময় উজবিকিস্তানে একটি পরমাণু বিদ্যুৎ স্থাপনা নির্মাণ কাজের উদ্বোধন করা হবে। এর পাশাপাশি শিক্ষা ও আন্ত-আঞ্চলিক সম্পর্কিত দুটি ফোরামে বক্তৃতা করবেন পুতিন।

পরমাণু বিদ্যুৎ স্থাপনা নিমাণে ব্যয় হবে এক হাজার একশ কোটি ডলার এবং ধারণা করা হচ্ছে ২০১৮ সাল নাগাদ তা চালু হবে।
সূত্র: পার্সটুডে

এই বিভাগের আরও খবর