,

শেরপুরে স্বামীর দায়ের কোপে প্রাণ গেল গৃহবধূর

শেরপুর প্রতিনিধি: শেরপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর দায়ের কোপে কাঞ্চন বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী আবুল কাশেমকে আটক করেছে পুলিশ।

বুধবার (৬ মে) সকালে সদর উপজেলার জঙ্গলদী দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, আবুল কাশেমের বেকারত্বের কারণে কাঞ্চন বেগমের সঙ্গে পারিবারিক কলহ চলছিল। আজ সাহরি শেষে কথা কাটাকাটির একপর্যায়ে আবুল কাশেম দা দিয়ে তার স্ত্রীকে কুপিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে আবুল কাশেমকে আটক করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহত গৃহবধূর স্বামী আবুল কাশেমকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এই বিভাগের আরও খবর