বাদীর আইনজীবী রফিকুল ইসলাম আধার বলেন, এনামুল হক বর্তমানে রাজবাড়িতে সিআইডি পরিদর্শক পদে কর্মরত রয়েছেন। এর আগে তিনি শেরপুরে আদালত পরিদর্শক ছিলেন।
“এনামুল গত বছর ৩১ মে ওই নারীকে বিয়ে করেন। আর চলতি বছর ১১ মার্চ তাকে তালাক দেন কিন্তু তিনি তালাকের কথা গোপন রেখে ওই নারীকে ধর্ষণ করেন। পরে ৭ জুন তিনি ওই নারীকে তাড়িয়ে দেন।”
তালাক দেওয়ার কারণ সম্পর্কে আইনজীবী রফিকুল বলেন, “এনামুল ওই নারীকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করেছিলেন। এতে ওই নারী অন্তঃসত্ত্বা হলে চাপে পড়ে এনামুল তাকে বিয়ে করেন। পরে প্রতারণার আশ্রয়ে তাকে তালাক দেন।”
এনামুল হক বিয়ে ও তালাকের কথা স্বীকার করলেও ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন।