বিডিনিউজ ১০ ডেস্ক: হাতে রড ঢুকে আহত হয়েছেন অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে রাজধানীর বনশ্রীতে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলমের ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম।
তিনি জানান, মিউজিক ভিডিওর শুটিংয়ের সময় দুর্ঘটনাবশত তার বাম হাতে রড ঢুকে যায়। দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে তাকে বনশ্রীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউটিউবে ভিডিও শেয়ার করে জনপ্রিয়তা পেতে শুরু করেন বগুড়ার স্যাটেলাইট সংযোগ ব্যবসায়ী হিরো আলম। তবে তাকে নিয়ে হাসিঠাট্টাই হয়েছে বেশি।
গত বছর ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বগুড়া-৪ আসন থেকে সংসদ সদস্য হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।