,

শীতে কাঁপছে হিমালয় কন্যা পঞ্চগড়

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে হিমালয়ের হিমেল হাওয়ায় চলছে শৈত্যপ্রবাহ। মৃদু এই শৈত্যপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

রবিবার (২২ ডিসেম্বর) তাপমাত্রা কমে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস পৌঁছে গেছে।

গত কয়েকদিন থেকে ঘন কুয়াশায় আবৃত হয়ে পড়েছে চারদিক। সূর্যের দেখা মিলছে না সারাদিন। বেড়েছে শীতের তীব্রতা। দরিদ্র শীতার্ত মানুষেরা শীতের কাপড়ের অভাবে দুর্ভোগে দিন পার করছেন।

শ্রমিকেরা শীতের তীব্রতায় ঠিকমতো কাজ করতে পারছে না। ফলে আয় কমেছে তাদের। এইসব শীতার্ত মানুষদের শীতের কাপড় কেনার সামর্থ্য নেই। জেলায় দুই লাখ মানুষের জন্য সরকার বরাদ্দ দিয়েছে মাত্র ২৮ হাজার কম্বল। তাই কম্বল বিতরণে হিমসিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। তবে আরও কম্বলের চাহিদা পাঠিয়েছে জেলা প্রশাসন।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া বিভাগের তথ্য মতে, এ মাসে আরও দুটি শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, রবিবার সকাল ৯টায় ৯.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তেঁতুলিয়া আবহাওয়া দপ্তর রেকর্ড করেছে। কুয়াশার সঙ্গে গুঁড়ি গুঁড়ি শিশিরে নেমেছে প্রবল শীত। এছাড়াও গত কয়েকদিন ধরে সকালে ও সন্ধ্যার পর ঘন কুয়াশা নামে। যা আরও কয়েকদিন থাকার সম্ভাবনা আছে।

এই বিভাগের আরও খবর