,

শিমুলিয়া-কাঁঠালবাড়ি: পারাপারের অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন

বিডিনিউজ ১০, ডেস্কশিমুলিয়া-কাওড়কান্দি-কাঁঠালবাড়ি নৌরুটে নাব্যতা সংকট ও ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার রাত পৌনে ১২টা থেকে ঘাটে আকস্মিক ফেরি বন্ধ হওয়ায় যানবাহনের জটলা বাড়ছে। অ্যাম্বুলেন্স, কুরিয়ার সার্ভিসের গাড়ি, পণ্যবাহী যানবাহন, নৈশকোচসহ সব মিলিয়ে পারাপারের অপেক্ষায় রয়েছে পাঁচ শতাধিক যানবাহন। এতে কনকনে শীতের মধ্যে যাত্রীরা পড়েছেন দুর্ভোগে।

জানা গেছে, কুয়াশার কারণে রাত পৌনে ১২টা থেকে এ রুটের সব ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)। এ ছাড়া মাঝ পদ্মায় আটকা পড়েছে তিনটি ফেরি।

নদী পারাপারের অপেক্ষায় রয়েছে পাঁচ শতাধিক যানবাহন। এতে করে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে নারী ও শিশুদের।

বিআইডব্লিউটিসি ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক আবদুল আলীম জানান, ঘন কুয়াশার কারণে গত কয়েক দিন ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। মঙ্গলবার রাত ১২টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি পারাপার বন্ধ করে দেয়া হয়। এ সময় তিনটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে।

এ ছাড়া নব্যতা সংকটও ফেরি বন্ধ রাখার আরেকটি কারণ। তবে বুধবার সকালে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল ফের স্বাভাবিক হবে।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা, গত ১০ মাসে ড্রেজিং করেও সংকট মোকাবেলায় টিকে থাকতে পারছে না ড্রেজিং বিভাগ। লোহজং টার্নিং পয়েন্ট, বিকল্প চ্যানেল ও পুরনো চ্যানেলের পলি ও বালু জমে নাব্যতা সংকট সৃষ্টি হয়েছে।

এই বিভাগের আরও খবর