,

শিবপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জোন শিবপুর উপজেলার দুলালপুর শাখা শিমুলীয়ায় গ্রামীন ব্যাংকের আয়োজনে শীতার্ত সংগ্রামী ভিক্ষুক সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

১৩ জানুয়ারি রবিবার বেলা ১১টায় গ্রামীণ ব্যাংক দুলালপুর, শিবপুর শাখা কার্যালয়ের হল রুমে গরীব, অসহায়, দুঃস্থ নারীদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো: জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গ্রামীণ ব্যাংকের মনোহরদীর এরিয়া ম্যানেজার গৌরাঙ্গ চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা আঃ বাতেন বিএসসি, গ্রামীণ ব্যাংকের সহকারী ব্যবস্থাপক ও লাখপুর শিমুলীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য  মোহসীন মিয়া।

এ সময়  উপস্থিত ছিলেন ব্যাংকের শাখা প্রতিনিধি ফুল মিয়া, আকিজা সুলতানা, নাদিরা সুলতানা, হিরা আকন্দ, ফারুক হোসেন ও ওমর আলী প্রমুখ।

এই বিভাগের আরও খবর