ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাত কেজি স্বর্ণসহ চীনা বংশোদ্ভূত এক মালয়েশীয় নাগরিককে আটক করা হয়েছে।
আটককৃত ওই ব্যক্তির নাম চ্যান গি কিয়ং (৪৭)।
রোববার রাত ১০টার দিকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ঢাকা কাস্টমস হাউসের উপকমিশনার অথেলো চৌধুরী।
কাস্টম হাউস বলছে, প্রতিটি স্বর্ণের বারের ওজন এক কেজি। এসব স্বর্ণের আনুমানিক দাম প্রায় তিন কোটি ৫০ লাখ টাকা।
অথেলো চৌধুরী বলেন, চ্যান গি কিয়ং মালিন্দো এয়ারের ওডি ১৬৬ নম্বর ফ্লাইটে ঢাকা নামেন। গোপন খবরের ভিত্তিতে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিম বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয়।
তিনি বলেন, বিমানবন্দরের ১১ নম্বর বোর্ডিং ব্রিজে থাকা মালিন্দো এয়ারে করে চ্যান গি কিয়ং আসেন। তার আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে অনুসরণ করা হয়। গ্রিন চ্যানেল পার হওয়ার পর তাকে শুল্ক কর আরোপযোগ্য পণ্য থাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি তা অস্বীকার করেন।
অথেলো চৌধুরী জানান, বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে চ্যান গি কিয়ংয়ের দেহ তল্লাশি করা হয়। শার্টের নিচে থাকা স্যান্ডো গেঞ্জির ভেতরে ভিন্ন ধাঁচের একটি জ্যাকেট পাওয়া যায়। জ্যাকেটের মধ্যে সাতটি ছোট ছোট পকেট থেকে কার্বন পেপারে মোড়ানো হলুদ স্কচটেপে প্যাঁচানো সাতটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিকে বিমানবন্দর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।