,

লোহাগড়া মুক্ত দিবস আজ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: আজ লোহাগড়া মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে নড়াইলের লোহাগড়া থানা পাকিস্তানি হানাদারমুক্ত হয়। লোহাগড়া মুক্ত দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

নভেম্বরের শেষের দিকে লোহাগড়ার উত্তরাঞ্চল পাকিস্তানি হানাদারমুক্ত হয়। এরপর মুক্তিযোদ্ধারা লোহাগড়া থানা আক্রমণের জন্য গোপন মিটিং করেন। তৎকালীন মুজিব বাহিনীর প্রধান ও প্রয়াত সংসদ সদস্য শরীফ খসরুজ্জামানের নেতৃত্বে কমান্ডার আবুল হোসেন খোকন, শেখ ইউনুচ আলী, গোলাম কবিরসহ ২০০ জনের একদল মুক্তিযোদ্ধা ৮ ডিসেম্বর ফজরের আজানের সময় পশ্চিম দিক থেকে লোহাগড়া থানা আক্রমণ করেন।

এ সময় সম্মুখযুদ্ধে কোলা-দীঘলিয়া গ্রামের মুক্তিযোদ্ধা সরদার হাবিবুর রহমান ও মোস্তফা কামাল নিহত হন। ৪ ঘণ্টাব্যাপী যুদ্ধের পর লোহাগড়া থানা পাকিস্তানি হানাদারমুক্ত হয়। থানা অভ্যন্তরে ইপিআর সদস্যদের আত্মসমর্পণে বাধ্য করা হয়।

এই বিভাগের আরও খবর