নিহতের ছেলে সোহাগ বিশ্বাস জানান, দিঘলিয়া গ্রামের বিল্লাল বিশ্বাস ছয় মাস আগে পার্শ্ববর্তী কুমড়ি গ্রামের সুদ-দাদন ব্যবসায়ী বাবু খানের কাছ থেকে ৬০ হাজার টাকা এবং কালু বোড়ার কাছ থেকে তিন লাখ টাকা ধার নেন। বিল্লাল বিশ্বাস ওই টাকার সুদ বাবদ বাবুকে দেড় লাখ এবং কালু বোড়াকে ৫০ হাজার টাকা পরিশোধ করেন। এর পরও তারা টাকার জন্য বিল্লাল বিশ্বাসকে চাপ দেয়। গত বুধবার রাতে কালু বোড়া, বাবু খান, ছেলে রুবেল, রানাসহ ৭-৮ জন বিল্লাল বিশ্বাসের বাড়িতে গিয়ে বৃহস্পতিবার টাকা দেওয়ার জন্য বলে। না দিলে হত্যার হুমকি দেয়। টাকা দিতে না পারায় বৃহস্পতিবার বাবু খান, রুবেল ও রানা দিঘলিয়া বাজার এলাকা থেকে বিল্লালকে ধরে নিয়ে একটি বাড়িতে আটক করে পিটিয়ে হত্যা করে। পরে তারা ভ্যানে করে লাশ বিল্লালের বাড়িতে স্ট্রোক করে মারা গেছে বলে রেখে যায়।
লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। এজাহারভুক্ত আসামি কুমড়ি গ্রামের কালু বোড়াকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।