লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: লোহাগড়া কৃষক লীগের সভাপতি শেখ সাহিদুর রহমানের বিরুদ্ধে জমি নিয়ে বিরোধের জেরে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ওই নেতা বৃহস্পতিবার তার বাড়িতে সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ করেন।
তিনি জানান, সরদারপাড়ার কমলা বালা, অনিল কুমার কর্মকার ও সুশীল কুমার কর্মকারসহ বিভিন্ন জনের কাছ থেকে ২৬ শতক জমি কিনে ৪২ বছর ধরে বসবাস করছেন। সম্প্রতি প্রতিবেশী সুশীল কুমার কর্মকার বাদী হয়ে তাকেসহ আরও চারজনের বিরুদ্ধে নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। কিন্তু মামলায় উল্লিখিত দাগ ও খতিয়ান নম্বর তার স্বত্ব দখলীয় দাগ ও খতিয়ান হতে আলাদা। অথচ সুশীল কুমার বিভিন্ন সময় মিথ্যা মামলা ও মানববন্ধন করে সামাজিক ও রাজনৈতিক সুনাম নষ্ট করছে। তার বিরুদ্ধে এসব অভিযোগ প্রত্যাহার ও ন্যায়বিচার দাবি করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সহসভাপতি গোলাম মোর্শেদ, সাবেক কাউন্সিলর আলিমুজ্জামান, মল্লিকপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুর রহমান, যুবলীগ নেতা দিপুল হোসেন, ব্যবসায়ী স্বপন মোল্যা, কৌশিক আহম্মেদ প্রমুখ।