,

লকডাউন অমান্য; গোপালগঞ্জে ৮ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

গোপালগঞ্জ প্রতিনিধি: করোনা পরিস্থিতিতে লকডাউন ও সরকারি বিধি নিষেধ অমান্য করে গোপালগঞ্জ শহরে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ৮টি ব্যাবসা প্রতিষ্ঠানকে ৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকাল ৮ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাহউদ্দিন দিপু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, গত কয়েকদিন ধরে খুব সকালে রড, সিমেন্ট, কাপড় ব্যবসায়ীসহ বেশ কিছু ব্যবসায়ী দোকান খুলে কেনা বেচা করছে। যেখানে জেলার বিভিন্ন এলকাসহ বাইরের জেলা থেকে মানুষ এসে কেনাটাকা করছে। এমন খবরের ভিত্তিতে সোমবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভূইয়া ট্রেডাসকে ১ লাখ, মেসার্স ফরিদ আহমেদকে ১ লাখ, মেসার্স সৌরভ ট্রেডার্সকে ১ লাখ, সরদার ইন্টারপ্রাইজকে ৫০ হাজার, মা ক্লোথ স্টোরকে ৫০ হাজার, জলিল ক্রেকারিজকে ৩০ হাজার, বিসমিল্লাহ ট্রেডার্সকে ৩০ হাজার ও নারায়ন মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক শেখ সালাহউদ্দিন দিপু বিডিনিউজ টেনকে বলেন, গোপালগঞ্জ জেলায় লকডাউন চলছে। তাছাড়া পূর্বে থেকেই ওষুধ ও নিত্য প্রয়োজনীয় পন্যের দোকান ছাড়া অন্য কোন দোকান না খোলার সরকারি নির্দেশনা রয়েছে। নির্দেশনা অমান্য করে রড, সিমেন্ট, টিন, কাপড়, ক্রোকারিজ ও মিটির দোকান খোলার অপরাধে ৮ ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর